সেতুতে দ্রুতগতিতে চালাচ্ছিলেন বাইক, মেম্বারের ছেলেসহ নিহত ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর নবনির্মিত বীর মু‌ক্তি‌যোদ্ধা এ.কে.এম নাসিম ওসমান (৩য় শীতলক্ষ্যা) সেতুতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ছিটকে পড়ে মো.সিমন (২১) নামে ‍যুবক নিহত হয়েছেন। ১২ নভেম্বর শনিবার মধ্যরাতে সেতুর পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত সিমনের বন্ধু নাঈম হোসেন দ্বীপ (২০) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

নিহত সিমন সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নিলুফা বেগমের বড় ছেলে। তার বাবার নাম আবু সালেহ। তারা নগ‌রের পুরাতন সৈয়দপুর এলাকার বাসিন্দা। নিহত সিমনের বন্ধু নাঈম হোসেন দ্বীপ সে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার স্বাধীন মিয়ার ছেলে।

সড়ক ও জনপথ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, সেতুর টোলপ্লাজা অতিক্রম করে সেতুর ওপরে দুর্ঘটনা ঘটেছে। আমাদের কোনও ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেনি। তাছাড়া রাতের বেলায় সেতুতে আমাদের কেউ থাকে না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, ফাঁকা সেতুতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ২ বন্ধু যাচ্ছিলেন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সিমনের মৃত্যু হয়। তিনি আরও জানান, সিমনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১২ নভেম্বর শনিবার মধ্যরাতে বীর মু‌ক্তি‌যোদ্ধা এ.কে.এম নাসিম ওসমান (৩য় শীতলক্ষ্যা) সেতুর পূর্ব পাশে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মো.সিমন (২১) নামে ‍এক যুবক নিহত হয়। একই তার সাথে থাকা আহত বন্ধু নাঈম হোসেন দ্বীপ কে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈম এর মৃত্যু ঘটে ।

এ বিষয়ে গোগনগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সৈকত হোসেন ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম জানান, নাঈম হোসেন দ্বীপ রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

add-content

আরও খবর

পঠিত