নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা মডেল প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদ আহমেদ বাঁধন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি ওই ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ পদে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইফুল ইসলাম সজীবকে তিনি ২ ভোটের ব্যবধানে হারান।
সোমবার (১৭ জুন) বিকালে নগরীর জামতলায় একটি রেস্তরাঁয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকালে এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক সিদ্দিকী। এসময় ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, সহসভাপতি মোহাম্মদ নেয়ামত উল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
ফরিদ আহমেদ বাঁধন এর আগে ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। পদ থেকে পদত্যাগ করে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হন। অন্যদিকে সাইফুল ইসলাম সজীব কার্যকরী সদস্য ছিলেন। তিনিও পদ ছেড়ে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সময়ে সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম পদত্যাগ করার কারণে সাধারণ সম্পাদক পদে এ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক সিদ্দিকী ছাড়াও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, আরিফ হোসেন ও মহসীন আলম।