সেই টিপুর বিরুদ্ধে অংশিদার মিজানের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে দিপ্তি ডাইং এন্ড নিট কারখানার ব্যবস্থপনা পরিচালক রফিকুল ইসলাম টিপুর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান ভুক্তভোগী মিজানুর রহমান। এছাড়াও তিনি দাবী করেন, প্রতিষ্ঠানটির অংশিদার হলেও তাকে মারধর করে বের করে দিয়েছে টিপু ও তার সন্ত্রাসী বাহিনী।

সাংবাদিক সম্মেলনে মিজানুর রহমান জানান, প্রভাবশালীদের সহযোগীতা নিয়ে টিপু নানা ধরণের অপরাধ করে যাচ্ছে। এসব কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারও করেছিল, তারপরেও বিভিন্নসময়ই টিপু তার লেকজন দিয়ে হুমকী দিচ্ছে। এমনকি সব কিছু নিয়ন্ত্রনে নিয়ে মিজানের মাসিক সম্মানী ভাতা সহ সব ধরনের ন্যায্য পাওনা না দেয়ার জন্য পায়তারা করছে। তাই তিনি প্রশাসন সহ সুষ্ঠ সমাধানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে অবগত রয়েছেন বলে নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, এরা দুইজনেই ভালো প্রকৃতির লোক নয়। তাদের নিজেদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে এ সমস্যার সৃষ্টি হয়েছে। যা কিনা পাল্টা অভিযোগ উঠিয়ে এখন বিভিন্ন দিকে দাবিত করছে।

add-content

আরও খবর

পঠিত