নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় সামান্যতম জড়িত, গাফিলতি কিংবা কারো অজান্তে ত্রুটি করে থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ১০ই জুলাই শনিবার দুপুরে রূপগঞ্জে আগুনে ভষ্মীভূত সেজান জুস কারখানা পরিদর্শন শেষে তিনি একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আগুনের ঘটনায় কারখানার চেয়ারম্যান মোহাম্মন আবুল হাশেম সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অগ্নিকান্ডে ৫২ জন নিহতের ঘটনাকে মানুষ হত্যা বলে তিনি মন্তব্য করেছেন।
তদন্ত শেষে আইন অনুযায়ী বিচার হবে হবে মন্তব্য করে মন্ত্রী আরো বলেন, প্রথম কথা দেখুন আমাদের ফায়ার সার্ভিস, পুলিশ, ডিসি, ইউএনও তাৎক্ষনিকভাবে তারা এসেছেন। এসে তারা জীবিতও উদ্ধার করেছেন্ তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে করতে। আমি প্রথমেই বলেছি কারও যদি কোন ত্রুটি থাকে , নির্মাণ ত্রুটি থাকতে পারে, শ্রমিকদের পরিচালনা ত্রুটি থাকতে পারে। এই বিষয়গুলি তদন্তের আগে কিছুই বলছি না।
এ সময় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান প্রমুখউপস্থিত ছিলেন।