নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : নগরীর পশ্চিম দেওভোগ এলাকায় রাতভর নির্মমভাবে নির্যাতনের শিকার সুব্রত মন্ডল জয় (২২) হত্যায় ১১ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২২শে মে রবিবার বিকালে নিহতের বোন শম্পা মন্ডল বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ১১ নং আসামী মানিককে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে থানার ওসি আনিচুর রহমান।
জানা গেছে, গত ৬ দিন মৃত্যু সাথে লড়াই করে শনিবার (২১ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত সুব্রত শহরের জিউসপুকুর পাড় শনি মন্দির সংলগ্ন এলাকার মাঈনুদ্দিন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া সুরেশ মন্ডলের ছেলে। সে পেশায় হোসিয়ারী শ্রমিক ছিল। মামলায় তার ছেলে মৃত্যুর আগে যাদের নাম বলে গেছে তাদেরকে সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করা হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, এই ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১১ নং আসামী মানিককে গ্রেফতার করেছি। বাকি আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।