নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান খান স্মৃতির নির্বাচনী কাজে সহযোগীতা করতে সুদূর কাতার থেকে চলে এসেছেন আশ্রাফুল ইসলাম অপু নামে তার একজন সর্মথক। এসেই কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান খান স্মৃতির হেলিকপ্টার প্রতীকে নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত হয়ে পড়েছেন তিনি। রবিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা র্পযন্ত ২২, ২৩, ২৪ নংওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান খান স্মৃতিকে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া র্প্রাথনা করেন অপু। এসময় বিভিন্ন এলাকায় তার প্রচারণাকালে দেখা যায় কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান খান স্মৃতির জনপ্রিয়তা ও ভোটারদের ব্যাপক সাড়া। ওয়ার্ডের অলি গলিতে প্রবেশকালে মুখরিত ছিল স্মৃতি ও হেলিকপ্টারের শ্লোগানের জয়ধ্বনি।
ইসরাত জাহান খান স্মৃতি সাবেক সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবীকা, নারায়নগঞ্জ মহানগর মহিলা আওয়ামীলীগ এর সভাপতি। ইতিমধ্যে তার নির্বাচনী এলাকায় তিনি ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। সামাজিক, সাংস্কৃতিক, মানবিক সাহায্য সহযোগীতায় তার বিশেষ অবদান রয়েছে। এছাড়াও ইসরাত জাহান খান স্মৃতি দেশের একটি বৃহত্তর রাজনৈতিক দলের অন্যতম কর্মী হলেও ওর্য়াডবাসীর উন্নয়ণের স্বার্থে তিনি সবসময় সমাজের প্রতিটি কাজ কর্মে বিশেষ অবদান রেখেছেন।
এ ব্যাপারে আশ্রাফুল ইসলাম অপু তার মত ব্যাক্ত করে বলেন, আমি এই ওয়ার্ডেরই একজন সন্তান। বহু বছর ধরেই আমি কাতার দোহার এলাকায় প্রবাসী কর্মজীবন কাটাচ্ছি। বিদেশে থাকলেও প্রতিনিয়িতই আমি আমার এলাকাবসীর খোজ খবর নেই। যেহেতু এখানেই আমার জন্ম সকলেই পরিচিত এবং আমাকে অনেক ভালবাসে। তাই একজন ভালো ব্যাক্তিকে আমার ওর্য়াডবাসীর উন্নয়নের স্বার্থে আমি স্মৃতি আপার হেলিকপ্টার প্রতীকে নির্বাচনী কাজে সহযোগীতা করতে চলে এসেছি। তাই সকলের কাছে প্রচারণায় অনুরোধ করছি সৎ শিক্ষিত যোগ্য বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী এমন একজন যোগ্য ব্যক্তিকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ন ভোটটি দিন।
কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান খান স্মৃতি বলেন, অসমাপ্ত যেসমস্ত কাজগুলো রয়েছে তা সম্পন্ন করতে চাই। আরেকটি বার আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাদের পাশে রেখে ওর্য়াডবাসীর সেবা করার সুযোগ দিন। নারায়নগঞ্জবাসীর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই বিগত পাচ বছরে সুখে দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করে কৃতজ্ঞতা স্বীকার করে আসছি। শেষ নিঃশ্বাস পর্যন্ত নারায়নগঞ্জ বাসীর কাছে কৃতার্থ হয়ে থাকব।