সুগন্ধার খাদ্যে আবারো তেলাপোকা !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  আবারো সুগন্ধা নামক খাবার প্রতিষ্ঠানের খাদ্যে দেখা মিলল তেলাপোকা! এর আগেও সুগন্ধা প্লাসের স্যুপে তেলাপোকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ গণমাধ্যমে প্রকাশ হলেও বেশ সমালোচনা হয়। এরপরেও কোনভাবেই সচেতন হচ্ছে না এই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

একের পর এক এমন ঘটনায় নারায়ণগঞ্জে যেন প্রতিযোগীতা দিয়ে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে তেলাপোকা সহ বিভিন্ন বেকারীতে খাদ্য প্রস্তুতকরণ। কিছুদিন আগেই পশ্চিম তল্লা এলাকাস্থ জিল্লু বেকারীতে অভিযান পরিচালনা করে সেখানে পঁচা ডিমে মাছি, তেলাপোকাসহ ক্ষতিকারক সামগ্রী দিয়ে কেক, রুটি প্রস্তুত করার সময় ৪ জনকে আটক করে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আর এবার সুগন্ধা বেকারীর কেক এর মধ্যে পাওয়া গেল তেলাপোকা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে আগতদের আপ্যায়নের জন্য দেয়া হয় শহরের অভিজাত প্রতিষ্ঠান সুগন্ধা ফাস্ট ফুডের খাবার। আর সে প্যাকেট খুলতেই কেক খাওয়ার জন্য ভাঙ্গা হলে ছিড়ে আসে আস্ত তেলাপোকার অর্ধেক অংশ। যা দেখে সাথে সাথেই ওই খাবারের বক্সটি নীচে রেখে দেয় আগত ভুক্তভোগী। আর এ নিয়ে রীতিমত বিব্রতকর অবস্থায় পড়ে যায় তিনি। সাথে সাথেই কয়েকজন পুলিশ কর্মকর্তাকে দেখানো হলে তারাঁও আশ্চর্য হয়ে যায়।

অভিযোগ রযেছে, এ প্রতিষ্ঠানটির নামে বাজারজাতকরণের প্যাকেটটি সুন্দরভাবে মাড়িয়ে রাখা হলেও ভিতর দিয়ে সদর ঘাট। এছাড়াও পূর্বে থেকেই খাবার মান নিয়ে সমালোচনা ঝড় এ প্রতিষ্ঠানটির। বেশ কয়েকবার সুগন্ধা নামক বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানাও। তারপরেও শহরের আনাচে কানাচে গড়ে উঠেছে সুগন্ধা নামক রকমারী খাবারের প্রতিষ্ঠান। কোথাও ফাস্টফুড, কোথাও বেকারী ও সুগন্ধা প্লাস রেস্টুরেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

নগরবাসীদের মতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে নারায়ণগঞ্জের ভালো ব্র্যান্ডের নামি দামি এসব দোকানগুলো ক্রেতাদের সাথে প্রতারণা করার সুযোগ পাচ্ছে। খাদ্যের গুণগত মান সঠিক রাখার জন্য এবং ক্রেতারা যেন প্রতারিত না হয়, সে দিকে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান জরুরী। এরসাথে প্রতারকদের ভোক্তা আইনে কঠোর শাস্তি প্রয়োগ করা খুবই জরুরিী। আর এটি বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশের কার্যকরী ভূমিকা চায় তারা।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে প্রতিনিয়ত খাদ্যে ভেজাল, বিভিন্ন কেকের দোকান, বেকারি ও রেস্টুরেন্টগুলো এমন প্রতারণা ক্রেতাদের সাথে সব সময় করে যাচ্ছে। এর পূর্বে সুমাইয়া, বৈশাখিতে খাদ্যে ভেজাল এবং প্যারিস ভাগেতে কেক এর মধ্যে তেলাপোকা, সুগন্ধা প্লাসের স্যুপে তেলাপোকা, পারোটাই সুতা, সুগন্ধা বেকারির পণ্যে ওজন পরিমানে কম দেয়া, সুগন্ধা বেকারিতে কেকের মধ্যে মাছি পাওয়ার ঘটনাগুলো ছিলো অন্যতম।

add-content

আরও খবর

পঠিত