সুইটি ইয়াসমিনের নেতৃত্বে মহাসমাবেশে যোগদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : জননেতা আলহাজ্ব একে এম শামীম ওসমানের মহা সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ আদালতের এপিপি অ্যাড. সুইটি ইয়াসমি এর নেতৃত্বে মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন। ২৭ অক্টোবর শনিবার দুপুর দিকে নারায়ণগঞ্জ ইসদাইরে সামসুজ্জোহা স্টেডিয়ামে শামীম ওসমানের মহাসমাবেশে যুব মহিলা লীগের নেত্রীদের নিয়ে শোডাউন করে যোগদান করেন তিনি।

এ সময় যুব মহিলা লীগের নেত্রীদের মুখে স্লোগান ছিল  -জেগেছে নারায়ণগঞ্জ, জেগে ওঠো শেখ হাসিনার বাংলাদেশ- এই শ্লোগান নিয়ে স্বাধীনতা বিরোধী, আগুন সন্ত্রাস ও অশুভ শক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীকে জাগ্রত করার প্রত্যয় নিয়ে এ মহাসমাবেশেটি করেন শামীম ওসমান। মহাসমাবেশে উপলক্ষে শনিবার দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রঙ বেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করতে শুরু করেন।

add-content

আরও খবর

পঠিত