নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৫টি ট্রাক খাদে পরে পুলিশসহ আহত হয়েছে ৩ জন। শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্সের পাশে থাকা একটি পাটাতন ধ্বসে ট্রাক পরে গিয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ট্রাফিক পুলিশের এএসআই হারুন, রেকার চালক ইব্রাহীম ও হেলপার খলিল। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতক্ষ্যর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাইনবোর্ড এলাকায় অবস্থিত পুলিশ বক্সের পিছনে খাল ভড়াট করার বালু নিয়ে যাওয়ার সময় এক সঙ্গে ৫টি ট্রাকের ওজনে ভেঙ্গে যায় পাটাতনটি। এতে করে পাশে পুলিশ বক্সটিও ধ্বসে পরে যায়। এসময় পুলিশ বক্সের ভেতরে থাকা এএসআই হারুন, রেকার চালক ইব্রাহীম ও হেলপার খলিল আহত হয়। এদের মধ্যে হেলপার খলিলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে ট্রাফিক পুলিশের একটি সূত্র।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের টিআই জিয়া জানান, সকালে হাসমত আলী হাসুর লোকজন পুলিশ বক্সের পেছনে একই পাটাতনের উপরে বালু ফেলতে শুরু করে। নিষেধ করার পরেও তারা তা না শুনে বালু ফেলতে থাকে। একই সময় ৫টি ট্রাক ওই পাটাতনের উপর উঠলে পাটাতনটি ভেঙ্গে যায়। ট্রাফিক পুলিশের একজন এএসআইসহ ৩ জন সদস্য গুরুতর আহত হন।