নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আশিক (২২), রাজা (২৮), ও মো. আল আমীন (২৮), কে আটক করেছেন র্যাব-১১ দল। ১১ অক্টোবর দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৃত হাজী ফজল মিয়ার বাড়ী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
১২ অক্টোবর শনিবার বিকালে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মো. আশিক এর বাড়ি কুমিল্লা জেলার দাঊদকান্দি থানাধীন মোল্লাকান্দি এলাকায়, মো. আল আমীন এর বাড়ি নারায়ণগ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চরসুমিলপাড়া এলাকায় এবং রাজা এর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন রামনগর এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এই ব্যবসা করে আসছে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।