নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড় থেকে ঢাকাগামী একটি গাড়িতে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। ১৪ই আগস্ট সোমবার শিমরাইল মোড়ে কর্তব্যরতরা রিকুইজিশনের জন্য ওই নোয়া গাড়িটি সিগন্যাল দেয়। এ সময় গাড়ি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে তারা মোটর সাইকেলযোগে নোয়া গাড়ির পিছু ছুটলে গাড়ি চালক ডেমরা রোডে গাড়িটি রেখে পালিয়ে যায়। তারপর নোয়া (ঢাকা মেট্রো-চ-৫১-৩৬২৮) গাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ লাখ টাকা মুল্যের ৩২০ বোতল বিদেশী মদ উদ্ধার করে । এ সময় পুলিশ নোয়া গাড়িটিও জব্দ করেছে।
ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, শিমরাইল মোড়ে কর্তব্যরতরা রিকুইজিশনের জন্য ওই নোয়া গাড়িটি সিগন্যাল দেয়। গাড়ি চালক সহ এই গাড়িতে আরও ২/৩ জন লোক ছিল তারা পালিয়ে যাওয়ায় আমাদের সন্দেহ হলে গাড়িতে তল্লাশি চালাই। এসময় ৪টি ব্রান্ডের ২৭ কার্টুন বিদেশী মদ উদ্ধার করা হয়। যার প্রতিটি কার্টুনে ১২ বোতল করে মদ রয়েছে । এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।