নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রধান অভিযুক্ত আমির হোসেন কুট্টিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ এস.ও রোড ঈদগাঁ এলাকায় সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের তেলের গোডাউন থেকে আমির হোসেন কুট্টিকে গ্রেফতার করা হয়। এরআগে আদমজী কদমতলী এলাকায় ডিশ ব্যাবসা দখল নিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার (৮ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক।
এদিকে রাতেই সংঘর্ষের ডিশ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খান বাদী হয়ে আমির হোসেন কুট্টিকে প্রধান আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনকে এজহার নমীয় ছাড়াও ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন কুট্টি নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সহযোগী।
উল্লেখ্য যে, মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী কদমতলী সরকারী এমডব্লিউ কলেজের সামনে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল ও বর্তমান ২ কাউন্সিলর আলী হোসেন আলার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।আইনশৃঙ্খলা অবনতির হয় এমন কাজ করলে কাউকে ছাড় দেবে না পুলিশ ।