সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় রিমান্ডে ৩ শিক্ষক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাব্বির হোসেন (১৪) নামে এক রসুলবাগ মাঝিপাড়া রওজাতুল উলম কওমী মাদ্রাসার ছাত্রকে হত্যার পর মৃত্যু বলে চালিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩ মাদ্রাসা শিক্ষককে ১দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ১৫ই মার্চ সোমবার সকালে তাদের বিরূদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেন এর আদালত ১ দিনের রিমান্ডের আদেশ দেন।

নিহত সাব্বির হোসেন জেলার রূপগঞ্জ উপজেলার শান্তিনগর এলাকার জামাল হোসেনের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের রওজাতুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল৷

রিমান্ডে প্রেরণকৃত শিক্ষকরা হলেন : মাদ্রাসার শিক্ষক চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভাটিরগাঁও গ্রামের মৃত তমসির মিয়ার ছেলে আব্দুল আজিজ (৪২), ময়মনসিংহের পাগলা থানার কাজা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শওকত হোসেন সুমন (২৬) ও একই জেলার ফুলপুরের ইমাদপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ (২৬)।

এ ব্যাপারে কোর্ট পুলিশের এ.এস.আই মো. রোকনুজ্জামান জানান,  আসামীদের বিরূদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে বিজ্ঞ আদালত ১দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, আবাসিক মাদরাসায় থেকে পড়ালেখা করতো নিহত সাব্বির হোসেন। গত ১০ই মার্চ বেলা ১১টার দিকে মাদরাসার এক শিক্ষক তার পরিবারকে জানায়, সাব্বির মাদরাসার ছাদে উঠার সিঁড়ির গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছে। পরে স্বজনরা মরদেহ নিয়ে রূপগঞ্জে নিজ এলাকায় দাফন করে। দাফনের আগে গোসলের সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় স্বজনরা। পরে ১২ই মার্চ শুক্রবার অজ্ঞাত আসামি করে নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন।

দায়ের করা ওই মামলায় এই ৩ শিক্ষকসহ মাদ্রাসার ছাত্র চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মধুপুর এলাকার নূরুল ইসলাম মিয়াজির ছেলে শামীম (১৬), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ইমাদপুর এলাকার আলাউদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (১৫), ঢাকার গেন্ডারিয়া থানার শাখারিনগর এলাকার মোজাম্মেল হকের ছেলে আবু তালহা (১৫) ও নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার আবুল কালামের ছেলে আবু বক্করকে (১৭) গ্রেফতার করেন পুলিশ।

add-content

আরও খবর

পঠিত