সিদ্ধিরগঞ্জে মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে মারিয়া প্রোডাক্টস নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে মিজমিজি ধনুহাজী রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোডের পাশে মশার কয়েল ও খানার ডুলি (রান্নার পাতিল রাখার বক্স) তৈরির কারখানা গড়ে তোলেন কামাল হোসেন ও মাকসুদ নামের দুই ব্যক্তি। এতে অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা রাখা হয়নি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করেই আগুন লাগে। ওই কারাখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই প্রতিষ্ঠানের মালিক কামাল হোসেন ও মাকসুদের দাবি, প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

আদমজী ফায়ার সার্ভিসের (ইনচার্জ) সিনিয়র স্টেশন অফিসার জানান, এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

add-content

আরও খবর

পঠিত