নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ মো. সাজ্জাদ হোসেন এবং (২৯) মো. মাসুদ রানা (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৮ই ডিসেম্বর বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় প্রাইভেটকার তল্লাশীকালে ৩৫০ বোতল ফেন্সিডিল এবং ২০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী মো.সাজ্জাদ হোসেন ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার মৃত সিরাজ উদ্দিন এর ছেলে এবং অপর আসামী মো. মাসুদ রানা শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন শিধলকুড়া এলাকার মো.আলী হোসেন এর ছেলে বলে জানা যায়।
আজ ৮ই ডিসেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. সাজ্জাদ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার দায়ে ইতো:পূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারন করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এয়াড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।