সিদ্ধিরগঞ্জে পেটের ভিতর ইয়াবা বহনকারী দম্পতি গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের দুই চিহ্নিত মাদক ব্যাসায়ী মো. আলাল(২৪) ও তার স্ত্রী নুর হাবিবা (২১) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় আলালের পেট হতে পায়ুপথে ৬০০পিস ইয়াবা ও তার স্ত্রী নুর হাবিবার পড়া জামার সাথে বিশেষ ভাবে সেলাই করা অবস্থায় আরো ৪১০ পিস সহ সর্বমোট ১০১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ থেকে ফেরার পথে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড় থেকে তাদের গ্রেফতার করেছেন বলে শনিবার ( ৮ সেপ্টেম্বর ) র‌্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, ৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে করে টেকনাফ হতে ফেরার পথে চিটাগাং রোড হতে সন্দেহজনক ভাবে গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জের আলিফ ডায়াগষ্টিক সেন্টারে নিয়ে তাদের উভয়ের শরীর এক্স-রে করলে, আলালের পেটের ভিতর ৩টি ইয়াবার পোটলার সন্ধান পাওয়া যায়। সেখানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পায়ুপথে ৩টি পোটলায় মোট ৬০০ পিস ইয়াবা  বের করা হয় এবং পরে নুর হাবিবার পরিহিত জামা তল¬াসী করে বিশেষ কৌশলে সেলাই করা অবস্থায় আরো ৪১০ পিস ইয়াবা পাওয়া যায়।

র‌্যাব আর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. আলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে টেকনাফ থেকে নানা কৌশলে ইয়াবা বহন করে এনে নারায়ণগঞ্জের বিভিন্ন মাদক ব্যবসায়ীকে সরবরাহ করত। এই মাদক ব্যবসার সূত্রধরে টেকনাফের মেয়ে নুর হাবিবার সাথে ২বৎসর আগে তার বিবাহ হয়। নুর হাবিবা ও মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করে । উভয়ের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা ও সিএমপির কর্ণফুলী থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃত দম্পতি ইয়াবা পাচারকরী আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন আছে।

add-content

আরও খবর

পঠিত