সিদ্ধিরগঞ্জে গ্রান্ড চাঁদনী রেস্তোরাকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর দেড়টায় সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বাসি খাবার পুনরায় ব্যবহারের জন্য তৈরি করা, অনেক দিনের পুরনো পোড়া তেল রান্নায় ব্যবহার করা, মূল্য তালিকা না থাকা, শ্রমিকদের পোষাক ও স্বাস্থ্য সনদ না থাকা, পঁচা ফল দিয়ে খাবার তৈরি করা, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসাথে রাখায় ভোক্তা অধিকার আইন ২০০৯ গ্রান্ড চাদনী কাবাব এন্ড রেস্তারাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় আরো উপস্থিত ছিলেন, খাদ্য ইন্সপেক্টর শাহজাহান হালদার, সহযোগি আবুল বাশার ও মো. শিপলু।

ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, প্রতিষ্ঠানটিতে অনেকগুলো অসংগতি আমরা পাই। বাসি খাবার, অব্যবহারযোগ্য খাদ্য উপকরণসহ  আরো বেশ কিছু অসংগতি। তবে রোস্তোরাটি নতুন হওয়ায় অল্পো জরিমানা করে আমরা তাদের সতর্ক করি এবং সকল আইনি পক্রিয়া মেনে সব লাইসেন্স সংগ্রহণ করার নির্দেশ দেই।

add-content

আরও খবর

পঠিত