নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মের্সাস আলিফ মেডিসিন কর্ণার নামে এক ঔষধ ফার্মেসীকে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড এলাকায় অবস্থিত ওই ঔষধ ফার্মেসীতে জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে এ সময় সহযোগিতায় ক্যাব এর প্রতিনিধি, বাজার কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতা বলে ২৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকায় অবস্থিত মের্সাস আলিফ মেডিসিন কর্ণার নামক ১টি ঔষধ ফার্মেসীকে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং ৫১ ধারায় ৫০ হাজার টাকা সহ মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।