সিদ্ধিরগঞ্জে এসিআই কোম্পানীর মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সিদ্ধিরগঞ্জের এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানীর মজুদকৃত মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস করা হয়েছে। সোমবার (০১ জুলাই) দুপুর ১২টায় গোদনাইল পানিরকল এলাকাস্থ প্রতিষ্ঠানটিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ৬০ ধরনের ৩ লাখ ৮৩ হাজার টাকার ঔষধ ধ্বংস করা হয়।

হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার মো. ইকবাল হোসেন। প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিতি ছিলেন, কিউ এ.ডি.জি.এম গোলাম মোহাম্মদ ফারুক, কিউ.এ ডেপুটি ম্যানেজার সাজ্জাদ হোসেন, এসিআই কোম্পানির প্রধান ডিরেক্টর অপারেশন ইশতিয়াক আহমেদসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে স্করডন লিডার এম আওলাদ হোসেন (অবসরপ্রাপ্ত) এইচ.আর.এডমিন জি.এম বলেন, দীর্ঘ দিন ধরে এসিআই কোম্পানী সুনামের সাথে দেশ বিদেশে ঔষধ বাজারজাত করে আসছে। কোম্পানী সর্বদাই মেয়াদোত্তীর্ণ ঔষধ সংগ্রহ করে নিজস্ব চুল্লির মাধ্যমে ধ্বংস করে থাকে। সারা দেশ থেকে ২৯ টি ডিপোর  মেয়াদোত্তীর্ণ ঔষধ সংগ্রহ করে আমাদের এ  কার্যালয়ে জমা করে পরে তা ধ্বংস করা হয়।

add-content

আরও খবর

পঠিত