সিদ্ধিরগঞ্জে অস্ত্র কারখানা, পিতা-পুত্রসহ গ্রেফতার-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ পিতা-পুত্র সহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  অভিযানে এসময় পিস্তল তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়। ২৭ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের সাইলো গেট এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-২) ও মিডিয়া উইং সাজ্জাদ রোমন ২৮ সেপ্টেম্বর শনিবার বিকালে এর সত্যতা নিশ্চিত করে জানান, ২৭ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী পুল ও সাইলো গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে উল্লেখিত আসামীগন একে অপরের সহায়তায় নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অন্ত্র কেনা-বেচা সহ সন্ত্রাসী কার্যকলাপ করিয়া আসিতেছে। এইসব অস্ত্র ব্যবসার সাথে কারা জড়িত সে বিষয়ে ব্যাপক তদন্ত চলিতেছে। এ সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো : সিদ্ধিরগঞ্জ সাইলো গেট এলাকার আলী আকবর লাভলু সরকার (৫৩) ও তার ছেলে কামরুজ্জামান নওশাদ সরকার ও একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মজিবর রহমান (৩৮)।

পুলিশের দাবি, সাইলো এলাকার ওই বাড়িতে মূলত : গ্রেফতারকৃতরা আসামীরা দেশীয় অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিল। এছাড়াও একটি ম্যাজিন তৈরির সময় সেটাও নির্মিত অবস্থায় উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের পশ্চিম কদমতলী এলাকার সড়ক থেকে দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র লাভলু সরকার ও নওশাদ সরকারকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে, সাইলো রোডের একটি ফ্লাট বাসায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ওই বাড়িতে দেশীয় অস্ত্র তৈরি করা হয়। অভিযানে উদ্ধার করা অস্ত্রটি ওই বাড়িতেই বানানো হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান মিজানুর রহমান।

add-content

আরও খবর

পঠিত