নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর আচরণবিধির প্রতি শ্রদ্ধা রেখেই সিটি কর্পোরেশন এলাকার বাইরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে দলীয় সভা করা হয়েছে দাবি করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এই সভায় মহানগর আওয়ামী লীগের সদস্য হিসেবে অংশ নেয়াকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে আমি মনে করি না।
তফসিল ঘোষণার পরদিন সার্কিট হাউজে বর্ধিত সভা করায় বৃহস্পতিবার তাকে সতর্ক করে চিঠি দিতে বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
নির্বাচন কমিশন বলছে, সার্কিট হাউজে প্রার্থী ঘোষণা আইনের লঙ্ঘন। যে যত বড়ই হোক না কেনো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
এরকম খবর প্রকাশের প্রতিক্রিয়ায় শামীম ওসমান বলেন, ইসির কাছ থেকে এখনো এরকম কোনো সতর্ক বার্তা পাইনি। সার্কিট হাউজে দলীয় মিটিং হয়েছে। আমি মহানগর আওয়ামী লীগের সদস্য হিসেবে সেখানে ছিলাম। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়েই সার্কিট হাউজে সভা করেছি।আওয়ামী লীগ অফিসটি সিটি কর্পোরেশনের মধ্যে তাই সেখানে সভা করা হয়নি। নির্বাচনী এলাকার বাইরে যে কেউ মিটিং করতে পারে।সিটি এলাকার বাইরে সভা করলে আইনের লঙ্ঘন হয় না। আমি একজন আইন প্রণেতা হয়ে তো আইন ভাঙতে পারি না। আইনবহির্ভূত কোনো কিছু আমি করিনি।
প্রসঙ্গত, ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন সার্কিট হাউজে বর্ধিত সভা করে প্রার্থী তালিকা ঘোষণা করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।