সিকা বৃত্তি পরিক্ষা পরিদর্শনে সাবেক এমপি কায়সার ও চেয়ারম্যান মাসুম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শিক্ষামুলক সংগঠন, সোনারগাঁ আইডিয়াল কিন্ডারগার্টেন  এসোসিয়েশন ( সিকা ) এর বৃত্তি পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সাবেক সাংসদ কায়সার হাসনাত ও ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বৃ্হস্পতিবার  ৩০ নভেম্বর  বিকাল ৩টায় সিকা বৃত্তি পরিক্ষা চলাকালীন প্রথমে নারায়ণগঞ্জ -৩ এর সাবেক এম.পি কায়সার হাসনাত প্রত্যেকটি  কক্ষ পরিদর্শন  করে শিক্ষার্থীদের সাথে পরিক্ষা সম্পর্কিত কুশল বিনিময় করেন।

এ সময় সাবেক এ সাংসদ বলেন,  সত্তিকার অর্থে সিকা সোনারগাঁয়ের গর্ব। সোনারগাঁওয়ে সুশিক্ষিত  জাতি গঠনে এমন একটি সংগঠনের আমি সার্বিক উন্নতি কামনা করছি। যা ছেলেমেয়েদের বৃত্তি প্রদানের মাধ্যমে পড়াশোনায় মনোযোগী  করে তুলছে।  অপর দিকে, পিরোজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার  মাসুদুর রহমান মাসুম  “সিকা” এর সব কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টি  প্রকাশ  করেন।

এসময় চেয়ারম্যান মাসুম বলেন, সোনারগাঁও কলেজ এ এমন একটি পরিক্ষা কেন্দ্র করে দেয়াতে আমি উক্ত কলেজ এর অধক্ষ আশরাফুজ্জামান অপু স্যারকে ধন্যবাদ জানাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পাবে এ শিক্ষামুলক সংগঠন সিকা থেকে। এই সংগঠন  সোনারগাঁওয়ের একটি অন্যতম  সংগঠন। সোনারগাঁয়ের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিকা অন্যতম  ভুমিকা পালন করবে আশা করি।

কেন্দ্র পরিদর্শনের সময় আরো উপস্থিত  ছিলেন সোনারগাঁও  কলেজ এর অধক্ষ আশরাফুজ্জামান অপু, সিকা এর প্রধান উপদেষ্টা  খন্দকার দিল আফরোজা, সেচ্ছাসেবকলীগ নেতা আরিফুর রহমান রবিন,সিকা এর সভাপতি শাহ আলী, সহ সভাপতি  ছানাউল্লাহ,সাধারন সম্পাদক সিকান্দার আলী,সাংগঠনিক  সম্পাদক কামাল মোল্লা,সাংবাদিক মাসুম,সাংবাদিক রুবেল খান,বিভিন্ন  স্কুলের সিনিয়র শিক্ষকবৃন্দসহ ও সাংবাদিকগন।

add-content

আরও খবর

পঠিত