নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৫১ কেজি গাঁজা সহ ৯ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১২ই জুলাই সোমবার বিকালে আড়াইহাজার থানাধীন বিষনন্দী ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো. দুলাল হোসেন (৪০), মো. আরিফ (৩০), মো.আলম (২২), মো. শামীম মিয়া (৩০), মো. আলম (২০), মোছা: রোজি বেগম (৩০), মোছা: হাসি আক্তার ফুর্সি (২৭), মোছা: ঝরনা বেগম (৫০) সুজেতা খাতুন (৪০)।
গ্রেফতারকৃত আসামী মো. দুলাল হোসেন (৪০) জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন মৃত মো. দেলোয়ার হোসেন এর ছেলে, মো. আরিফ (৩০) পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন চরকাজল এলাকার মো. হারুন এর ছেলে, মো.আলম (২২) শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন লঙ্গরপাড়া মাদারপুর এলাকার আ: করিম এর ছেলে, মো. শামীম মিয়া (৩০) শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন লঙ্গরপাড়া মাদারপুর এলাকার মো. আনছার আলী মিয়ার ছেলে, মো. আলম (২০) শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন লঙ্গরপাড়া মাদারপুর এলাকার মো.সুন্দর আলীর ছেলে, মোছা: রোজি বেগম (৩০) ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানাধীন মো. আবুল কাশেম এর স্ত্রী, মোছা: হাসি আক্তার ফুর্সি (২৭) ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন তারাকান্দি এলাকার মো. রতন এর মেয়ে, মোছা: ঝরনা বেগম (৫০) শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন মাদারপুর এলাকার সুন্দর মিয়ার স্ত্রী এবং সুজেতা খাতুন (৪০) শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন মাদারপুর এলাকার মো. সুজনের মেয়ে বলে জানা যায়।
আজ ১৩ই জুলাই মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে স্কুল ও বাজারের ব্যাগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।