নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : শুরু হলো সাহিত্যের ছোট কাগজ সুবর্ণদিন এর শুভযাত্রা। ৩ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিকভাবে প্রথম সংখ্যা প্রকাশের মাধ্যমে পথচলা শুরু করে সুবর্ণদিন। সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা রেখে, যে সকল শিক্ষার্থীরা সাহিত্য চর্চায় আগ্রহী তাদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে নিয়মিত সাহিত্য চর্চা করার লক্ষ্যে যাত্রা শুরু করে সুবর্ণদিন।
শিল্প সাহিত্যের শহর নারায়ণগঞ্জে সুবর্ণদিন এর প্রথম সংখ্যা প্রকাশ প্রসঙ্গে সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে সমাপ্ত সূচনা জানান, এই পত্রিকায় যাদের সাহিত্যকর্ম রয়েছে বা যারা এই পত্রিকার সম্পাদনা করেছেন বেশিরভাগই অল্প বয়সের তরুণ-তরুণী। আমরা মনে করি বিচ্ছিন্নভাবে সাহিত্য চর্চা দ্বারা কখনও সাহিত্যের বিকাশ সম্ভব নয়। আবেগের সাহিত্যের ভারে সমাজের মেরুদন্ড অনেকটাই নুয়ে পরেছে। তাই সাহিত্যমনা শিক্ষার্থীদের ঐক্য গড়ে তুলে তাদের মাঝে আবেগের সাথে বিবেকের সংমিশ্রন ঘটানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।