সাহারা ক্রিকেট ক্লাবের কাছে হারলো শীতলক্ষ্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : দুই দিন বিরতির পর আবার প্রথম বিভাগের খেলা শুরু। হেরেছে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী। আর জিতেছে সাহারা ক্রিকেট ক্লাব। জয়-পরাজয়ের ব্যবধান ২১ রান। ১লা এপ্রিল শুক্রবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এর ক্রিকেট মাঠে সকালে টস জিতে সাহারা ক্রিকেট ক্লাব নিজেরাই ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪৮.২ ওভারে ২৫৩ রানে তারা অলআউট হয়। অধিনায়ক সোহাগ ৭ চার ও ২ ছয়ে করেন ৬২ রান। আফ্রিদি  ৫ চারে ৪০ রানে রান আউট হন। আশিক ৫ চারে করেন ৩২ রান। ছাফ্ফাত শাওন ৩ চার ও ১ ছয়ে ফিরেন ৩২ রানে। রাব্বি করেন ২১ রান ৩ চারে। নাইম আউট হন ২০ রানে। অতিরিক্ত থেকে প্রাপ্ত ১৯ রান।

শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর তুষার ৩টি এবং ফাহিম ও মীর ২টি করে উইকেট পান। ৫০ ওভারে ২৫৪ রান করলে জয়। কিন্তু পারলো না শীতলক্ষ্যা। ২৩২ রানে থেমে যায় তারা। আব্দুল্লাহ লড়েছেন একা। ৯০ রানে আউট হবার আগে চার মেরেছেন ১০টি ছক্কা মেরেছেন ২টি। মীর আউট হন ২৫ রানে। শরিফ করেন ২৩ রান ৩ চারে। ফাহিম ফিরেন ৪ চারে ২৩ রানে। আ: রাজ্জাক চেষ্টা করেছেন। আউট হন ১৯ রানে। আল আমিন করেন ১২ রান। সাহারা ক্রিকেট ক্লাব এর স্পিনার আশিক অলরাউন্ড পারফরমেন্স দেখান। ৫ উইকেট নিয়ে জয়ে অবদান রাখেন এই স্পিনার।

সংক্ষিপ্ত স্কোর :

সাহারা ক্রিকেট ক্লাব : ২৫৩/১০(৪৮.২ ওভার) সোহাগ ৬২, আফ্রিদি ৪০, আশিক ৩২, শাওন ৩২, রাব্বি ২১, নাইম ২০। অতিরিক্ত ১৯। তুষার ৩/৪৪, ফাহিম ২/১৮, মীর ২/৫২।

শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী : ২৩২/১০(৪৭.৩ ওভার) আব্দুল্লাহ ৯০, মীর ২৫, শরিফ ২৩, ফাহিম ২৩, আ: রাজ্জাক ১৯, আল আমিন ১২।  অতিরিক্ত : ২৬। আশিক ৫/৪৬, নাইম-২/৩১।

add-content

আরও খবর

পঠিত