নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: সহিদুল ইসলাম শিপু ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড মদনগঞ্জে অবস্থিত বিদুৎত উৎপন্নকারি প্রতিষ্ঠান সামিট পাওয়ার প্লান্ট মদনগঞ্জ বাসির কাছে দিন দিন অভিশাপে পরিনত হয়েছে। নিরিহ ভূমিহীনদের জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এমন কথা জানিয়েছে বিক্ষুদ্ধ মদনগঞ্জ এলাকাবাসীসহ শান্তিনগর ভূমিহীন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
তারা ক্ষোভ প্রকাশ করে আর জানিয়েছে, দিন যতই যাচ্ছে সামিট পাওয়ার প্লান্টের কর্তৃপক্ষের অনৈতিক কর্মকান্ডের প্রতি ফুঁসে উঠতে শুরু করেছে মদনগঞ্জ এলাকার সাধারন জনগন। সামিট পাওয়ার প্লান্টের কালো ধূয়ার কারনে মদনগঞ্জের পরিবেশ মারাত্মক ভাবে দূষন হচ্ছে। সে সাথে রয়েছে শব্দ দূষন। সামিট পাওয়ার প্লান্টের কমপ্রেসারের কারনে মদনগঞ্জ এলাকার নয়াপাড়া, পিএম রোড, টিক্কাড় মোড়, ইমলামপুর এলাকাসহ তার আশে পাশের এলাকার বিভিন্ন ঘর-বাড়ী ও দালান কোঠা সারা দিন সারা রাত কাঁপতে থাকে। এ অবস্থার মধ্যে মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছে মদনগঞ্জ এলাকাবাসী প্রতিনিয়ত আতংকে রাত্রী যাপন করছে। এর মধ্যে অনেক বাসা বাড়ীতে ফাটলও দেখা দিয়েছে।
তারা আরো জানিয়েছে, সামিট পাওয়ার প্লান্টের র্নিঘত কালো ধোঁয়ার কারনে হাঁপানী, এজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে মদনগঞ্জ এলাকার শত শত নারী পুরুষ। শব্দ দূষনের কারনে উল্লেখিত এলাকার স্কুল ও কলেজে পরুয়া ছেলে মেয়েদের লেখা পাড়ার বিগ্ন সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও বিদুৎত উৎপন্নকারি প্রতিষ্ঠান সামিট পাওয়ার প্লান্টের অসাধু র্কমর্কতাদের গাফলতির কারনে প্রতি বছর মদনগঞ্জ এলাকার বহু মানুষ উক্ত প্রতিষ্ঠানে বিদুৎত পৃষ্ট হয়ে অকালে মৃত্যু বরণ করেছে।
এ ব্যাপারে সামিট পাওয়ার প্লান্টের ইনর্চাজ আতিকুর রহমানের সাথে আলাপকালে বলেন, শব্দ দূষন ও কমপ্রেসারের কম্পন কমাতে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি।