সামাজিক দুরত্ব বজায় রেখে ইঞ্জিনিয়ার মাসুমের খাদ্যসামগ্রী উপহার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) :  মহামারী  করোনা  মোকাবিলায় ব্যতিক্রমী ধারায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় পরিবারের মাঝে প্রতিনিয়ত খাদ্যসামগ্রী উপহার  দিচ্ছেন উপজেলা যুগ্ম-আহবায়ক ও  পিরোজপুর ইউনিয়নের  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

৮ ই মে (শুক্রবার) পিরোজপুর ইউনিয়েনের মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে সামাজিক দূরত্ব  বজায় রেখে ব্যাতিক্রমভাবে সাজিয়ে দুইগ্রামের (কাদিরগঞ্জ, প্রতাবেরচর) ২১০ টি কর্মহীন, অসহায়,গৃহবন্দী পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন মানবতার এই ফেরিওয়ালা।

এ সময় তিনি বলেন, আমি মানবসেবায় আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই, যতোদিন এই মহামারী থাকবে আমি প্রতিদিন আপনাদের মাঝে আমার উপহারসামগ্রী পৌছে দিবো। উপজেলার একটি অসহায় পরিবার ও অনাহারে দিন কাটাবেনা। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তৌফিক ও সুস্থতা দান করেন।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম রেজা(মেম্বার,০৯ নং ওয়ার্ড),হাজী মমতাজ বেগম(সংরক্ষিত মহিলা সদস্য) এবং ০৯ নং ওয়ার্ড ত্রাণ কমিটির অন্যান্য সদস্যসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত