সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নাই : কাউন্সিলর দুলাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান বলেছেন, সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নাই। এজন্য আমার পূর্ণ সমর্থণ থাকবে।  খেলাধুলায় শরীর ও মন দুটোই ভাল থাকে। গত ৮  জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডস্থ স্বল্পেরচক কবরস্থান রোড সংলগ্ন বালুর মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে মরহুম আ: বারেক সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ তুলে দেন কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান ।

তিনি আরো বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমার পিতা সাবেক কমিশনার মরহুম আব্দুল বারেক সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আমি আয়োজকদের সাধুবাদ জানাই। সত্যিকার অর্থেই ওনি একজন ক্রীড়া প্রেমী ব্যাক্তি ছিলেন। আমার পিতার জন্য আপনারা দোয়া করবেন।

বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো. চান মিয়ার সভাপতিত্বে  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. শাহ আলী পিন্টু খান, স্থানীয় সমাজ সেবক জসিম উদ্দিন প্রধান, আদর্শ সমাজ কল্যান পঞ্চায়েত কমিটির সভাপতি ইয়াকুব হোসেন প্রধান, নারায়নগঞ্জ মহানগর যুবলীগ নেতা জাকির প্রধান, ২২নং ওয়ার্ড আ‘লীগ নেতা এসএ রানা, মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমূখ।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে মরহুম আ: বারেক সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বন্ধু মহল দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছেন।

add-content

আরও খবর

পঠিত