সাব্বির সেন্টুর শৈল্পিক ভাবনা হৃদয় স্পর্শ করে : মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মাষ্টার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : আজ বাংলা মাসের ১০ কার্তিক। ঠিক সন্ধ্যা ছুঁই ছুঁই। টিভি নাট্য পরিচালক, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক, মিডিয়া কাল কালচারাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক তথা বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি ছড়াকার সাব্বির আহমেদ সেন্টুর ৪৬তম জন্মদিন পালিত হয়েছে। ২০ অক্টোবর সোমবার সন্ধ্যায় তার পিতৃতুল্য বীর মুক্তিযোদ্ধা নাজিম মাষ্টারের বাস ভবনে এ জন্মদিন পালন করা হয়। ৫ পাউন্ড কেক কেটে মুক্তিযোদ্ধা পরিবারের সাথে তিনি এ জন্মদিন পালন করেন।

অনুষ্ঠানে আলোচনাকালে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মাষ্টার বলেন, সাব্বির আহমেদ সেন্টু বহু গুণে গুনান্নিত অসাধারণ এক প্রতিভা। সে আমাদের নারায়ণগঞ্জের গর্ব। সাব্বির সেন্টুর শৈল্পিক ভাবনা হৃদয় স্পর্শ করে। আমি সাব্বির সেন্টুর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।

তিনি আরো বলেন, যারা দেশের মঙ্গলের জন্য নিজেকে সমর্পণ করে তারা একদিন সম্মানের উচ্চ শিখরে আসন পায়। অবহেলিত, নির্যাতীত, নিপিড়িত মানুষের পক্ষে যারা কাজ করে তারা কখনো পরাজিত হয় না। আজ দেশে প্রতিবাদী লোকের বড়ই অভাব। সাংস্কৃতিক অঙ্গন থেকেই সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে দেশের খ্যাতিমান পরিচালক হওয়া যায়।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো: নাজিম উদ্দিন মাষ্টার, মহিলা আওয়ামীলীগ নেত্রী রাশিদা বেগম, নারায়ণগঞ্জ জেলা শিক্ষক নেতা শেখ কামাল, যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার  সভাপতি জাহাঙ্গীর ডালিম, সাংবাদিক শাহরিয়ার ইমন, শেখ ফাতেমা,  শেখ সৌরভ, শেখ মদিনা, শেখ সিফাতুল ইসলাম, শেখ জুবায়ের, শেখ মেহেরিন ও প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত