সাবেক স্ত্রীকে খুনের ঘটনায় স্বামী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা সংবাদ দাতা ) : ফতুল্লায় সাবেক স্ত্রী ফেরদৌসী বেগম সাবিহাকে (৩৪) খুনের ঘটনায় সাবেক স্বামী নিজাম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ২৯ ডিসেম্বর দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে বেলা ১২টার দিকে উপজেলার নয়ামাটি এলাকায় তালাকপ্রাপ্ত স্ত্রী সাবিহাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়।
আটক নিজাম উদ্দিন ফতুল্লার পাগলা দক্ষিণ নয়ামাটি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, বিয়ের পর স্ত্রী ফেরদৌসী বেগম সাবিহাকে স্বামী নিজাম উদ্দিন ৩ কাঠা জমি লিখে দেন। কিন্তু পরবর্তীতে পারিবারিক কলহের জের ধরে নিজাম উদ্দিনের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। শুক্রবার ওই জমিজমা নিয়েই বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নিজাম উদ্দিন তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সাবিহাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিজামকে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

add-content

আরও খবর

পঠিত