সাদপন্থী নিয়ে নারায়ণগঞ্জে তাবলিগ জামাতের ২ গ্রুপের মধ্যে উত্তেজনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াসহ উত্তেজনা দেখা দিয়েছে। ৪ঠা জুন শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত ফতুল্লার পূর্ব মাসদাইর জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব মাসদাইর জামে মসজিদে সাদপন্থী ২০/২৫ জন লোক তাবলিগে আসেন। বিষয়টি স্থানীয় জুবায়েরপন্থীরা জানতে পেরে মসজিদের সামনে এসে অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এভাবে থেমে থেমে বিকাল থেকে রাত পর্যন্ত চলে। পরে ফতুল্লা মডেল থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত