সাত পাকে বাঁধা পড়লেন ক্রিকেটার সৌম্য সরকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সাত পাকে বাঁধা পড়লেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। ২২ গজের ক্রিকেটার পা দিলেন নতুন জীবনে। শুরু হলো সৌম্য সরকারের নতুন ইনিংস।  ২৬ ফেব্রুয়ারি বুধবার খুলনা ক্লাবে হিন্দু রীতি অনুসরণে সৌম্য সরকার ও প্রিয়ন্তি দেবনাথ পূজার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাত ৮টায় ঢাক-ঢোল পিটিয়ে আর বাদ্য বাজিয়ে বিশাল বহর নিয়ে বরযাত্রী আসে খুলনা ক্লাবে। সেখানে বর যাত্রীদের বরণ করে নানা রকম নিয়ে ফুল ছিটিয়ে। রাত সোয়া ১০টায় অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘুরেন বর-কনে দুই জন। এরপর একে অপরে মালা বদল করেন। এ সময় ঢাক ঢোল বাশির বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারিদিক। উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় বিয়ে।

এ সময় দুই পরিবারের নিকট আত্মীয়রা আশীর্বাদ করেন নতুন বর-বধুকে। সৌম্য সরকারও সকলের উদ্দেশে তাদের নতুন জীবনের জন্য শুভ কামনা প্রার্থনা করেন। এরপর কনেকে নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হন সৌম্য সরকার ও তার পরিবার। আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এর আগে আত্মীয়-অনাত্মীয় পরিবেষ্টিত হয়ে গঙ্গাবরণের মধ্য দিয়ে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এই একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার বাড়িতে যান স্বজনরা।

সৌম্য সরকারের নববধূ খুলনার টুটপাড়ার বাসিন্দা গোপাল দেবনাথ ও মাধবী দেবনাথের কন্যা। সৌম্যের নতুন স্ত্রীর বাবা ব্যবসায়ী। সৌম্যের শ্বশুর বাড়ি খুলনার টুটপাড়ায়। বর্তমানে ঢাকার গ্রীণরোডে থাকেন। পূজা বর্তমানে ও লেভেল পড়ছে।

add-content

আরও খবর

পঠিত