নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা পরিচালনার দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ আদালতের সরকারী কৌঁসুলি এড. ওয়াজেদ আলী খোকনের মেয়ে মাইশা ওয়াজেদ প্রাপ্তিকে (১৯) অপহরণ ও হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ওই সময়ে বিষ মেশানো বিষাক্ত কিছু প্রাপ্তির মুখে প্রবেশ করিয়ে অচেতন করে অপহরণের চেষ্টা কালে সে কোনমতে ছাড়া পায়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকদের জরুরী ব্যবস্থায় সে এখন শংকামুক্ত । এঘটনায় বৃহস্পতিবার ২৪ আগষ্ট বিকেলে সদর মডেল থানায় মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন পিতা এড. ওয়াজেদ আলী খোকন এর স্ত্রী সেলিনা ওয়াজেদ মিনু ।
সাত খুনের মামলার সাথে এ ঘটনার কোন সম্পৃক্ততা আছে বলে আপনি মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে এড. ওয়াজেদ আলী খোকন বলেন, আমি একজন আইনজীবী, আইনী সহায়তা দেয়া আমার পেশা। সেক্ষেত্রে কখনো কারো পক্ষে কাজ করলে কারো বিপক্ষে আমার সম্মূখিন হতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু এ বিষয়ে তদন্ত হচ্ছে, পুলিশ প্রশাসন র্যাবের যথেষ্ট আন্তরিকতা রয়েছে। তার সাথে আপনারা সাংবাদিকরাও নানাভাবে সহায়তা করছেন। যেহেতু বিষাক্ত কিছু আমার মেয়ে প্রাপ্তির মুখে জোর করে প্রবেশ করানোর চেষ্টা করছিলো। সেক্ষেত্রে বড় কোন বিপদও হতে পারতো। তাই সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়েরের প্রসঙ্গে সদর মডেল থানার ওসি শাহিন শাহ পারভেজ নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন। বিষজাতীয় দ্রব্য খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগে তার মা সেলিনা ওয়াজেদ মিনু এ মামলাটি দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাত ৪ জন আসামীর নামে এজাহার দাখিল করেছেন। আমরা তদন্ত জারি রেখেছি। পুলিশ এ নিয়ে কাজ করছে।
প্রসঙ্গত, ২৩ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতে হাজী মঞ্জিল ভিলার নীচে এ ঘটনাটি ঘটে। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় মাইশা ওয়াজেদ প্রাপ্তি। পরে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ঢাকা রেফার করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে রাত সাড়ে ১২ টায় বাড়ী ফিরে।