সাইনবোর্ডে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন নিরাপদ সড়ক চাই এর জেলা কমিটির নেতৃবৃন্দ। শনিবার (৯ মার্চ) সকালে সাইনবোর্ড এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে জনসাধারণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সড়ক পারাপার হচ্ছে। বিভিন্ন সময়ে এখানে সড়ক দুর্ঘটনায় অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। একের পর এক প্রাণহানি ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোন টনক নড়েনি।  বর্তমানে এ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ একান্ত জরুরি হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে এ এলাকায় মানুষের নিরাপদ যাতায়াতের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধন থেকে জানানো হয়, আগামী সোমবার ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে জেলা প্রশাসক বরাবর নিরাপদ সড়ক চাই এর জেলা কমিটি স্মারকলিপি প্রদান করবে। এ ছাড়া সড়ক নিরাপদ রাখার দাবিতে সংগঠনের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা কমিটির উপদেষ্টা শরীফ উদ্দিন সবুজ, জেলা কমিটির সভাপতি ডা. আল ওয়াজেদ উর রহমান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সরকার, সহ সভাপতি আনোয়ারুল হক, মহিলা বিষয়ক সম্পাদক আম্বিয়া হক ডলি, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক এ আর জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আলহাজ্ব কামাল হোসেন, রীনা আক্তার, আলমগীর হোসেন, জামান মিয়া, মাকসুদুল কবির, মনির হোসেন সুমন, গোলাম রাব্বানী, মোমেন মিয়া, সাহিল সারোয়ার, জসিম উদ্দিন, আবু তালেব, হাফিজুর রহমান, আব্দুল আজিজ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত