সাইনবোর্ডে আবাসিক হোটেলে মাদক ব্যবসা ও পতিতাবৃত্তি, আটক-৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার সামাদবানু কমপ্লেক্স নামক শাপলা গেস্ট হাউজে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৩,৭০০ টাকা, প্রায় ১ হাজার পিস কনডম ও ৫০ পিস লুব্রিকেটিং জেল উদ্ধার করা হয়।  শনিবার (৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের অদমজিনগর র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো, মো. আবু ছালেক মিয়া (৩৪), মো. শওকত খান (৩০), মো. শফিকুল ইসলাম (৪৫), মো. আবু মুসা সিকদার (১৮) এবং মো. আ. ছাত্তার গাজী (৪৫)।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ মে) বিকাল ৪ টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার সামাদবানু কমপ্লেক্স নামক শাপলা গেস্ট হাউজে অভিযান চালিয়ে উক্ত আসামীদের আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় সাইনবোর্ড এলাকায় সামাদবানু কমপ্লেক্সে ৫ম তলায় অবস্থিত শাপলা গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের অন্তরালে মাদক ব্যবসা, পতিতাবৃত্তি ও অসামাজিক অপকর্ম চালিয়ে আসছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে মাদক সেবী, যৌন কর্মী ও খদ্দেরদের ভীড় লেগে থাকত। গ্রেফতারকৃত আসামীরা ও শাপলা গেস্ট হাউসের ৫ জন মালিক পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকান্ড পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত