সাংবাদিক সাইদুর রহমানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের উদ্যোগে সাংবাদিক সাইদুর রহমানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে মানববন্ধনে অংশ গ্রহন করেন দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন, অপরাধ রিপোর্টের সম্পাদক মাসুদুর রহমান দিপু, আজকের নিরবাংলার ভার প্রাপ্ত সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নারায়নগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ রাসেল, বিজয়বার্তা ২৪. কম এর সম্পাদক গৌতম সাহা, দৈনিক সোজাসাপটার ষ্টাফ রিপোর্টার মোঃ জসিম, নিউজ টু জেট এর সম্পাদক রফিকুল্লাহ রিপন, সিনিয়র সাংবাদিক এনামুল হক প্রিন্স, জাহাঙ্গীর হোসেন, শরীফুল, যুগের চিন্তা ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার আসাদ খোকা, আব্দুর রহিম, সোনালী প্রমূখ

উল্লেখ্য, সাংবাদিক সাইদুর রহমান দৈনিক বিজয় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি। একটি সংবাদ প্রকাশের জের ধরে গাজিপুরস্থ রানীফুড ইন্ড্রাঃ লিঃ এর ম্যানেজার এডমিন, মোঃ আরিফ হোসেন খান তার সন্ত্রাস বাহিনীর ভয়ভীতি প্রাণনাশের হুমকি দেয়

 

add-content

আরও খবর

পঠিত