সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দর প্রেসক্লাবের উদ্যোগে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে আটক করে নির্যাতন ও মিথ্যে অভিযোগের প্রেক্ষিতে মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ করেছে সাংবাদিকরা। ১৯ই মে বুধবার বিকাল ৪টায় বন্দর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. সাহা আলী পিন্টু খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জের আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন কমল খান, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকী, বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান মৃধা, সহ সভাপতি নাসির উদ্দিন, কবির হোসেন, নির্বাহী সদস্য মাহফুজ জাহিদ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয়া সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা দূর্নীতি, লুটেরাদের মুখোশ উন্মেচন করতে সংবাদ প্রকাশ করবে এটাই স্বাভাবিক। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে ব্যহত হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা বাধাগ্রস্ত হচ্ছে। একটি স্বাধীন দেশে গণমাধ্যমকে এভাবে শৃঙ্খলিত করে রাখা কোন ইঙ্গিত বহন করে তা বুঝার আর বাকি নাই। অতএব আমাদের বক্তব্য স্পষ্ট দূর্নীতিবাজ আমলাদের বিরোদ্ধে ব্যবস্থা নিন। অনতিবিলম্বে এ ধরনের বর্জুয়া আইন বাতিল করে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যে মামলার তীব্র নিন্দাসহ দ্রুত মুক্তি দাবী করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিএম সুমন, সহ সাধারণ সম্পাদক আরিফ হোসেন কনক, অর্থ সম্পাদক সজিব, প্রচার শাহাজালাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, সাংবাদিক শেখ আরিফ, ফটো সাংবাদিক ইমদাদুল হক মিলন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত