নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ডেঙ্গু জ্বরে আক্রান্ত সমকালের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আল আমিন খান মিঠুকে ২০ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে নারায়ণগঞ্জ শহরের কালীবাজার চারারেগোপের মেডিপ্লাস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ আগস্ট সোমবার দুপুরের পর থেকে তার জ্বরের মাত্রা বেড়ে যায়। এবং কোন খাবারই গ্রহন করতে পারছিল না। সন্ধ্যায় শারিরীক অবস্থার কিছুটা অবনতি দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
সেখানে রক্ত পরীক্ষায় রক্তের প্লাটিনাম কমে যাবার বিষয়টি ধরা পড়ে। এর আগে ১৮ আগস্ট রবিবার তার রক্তে আড়াই লাখ প্লাটিনাম পাওয়া যায়। কিন্তু সোমবার রাতের পরীক্ষায় সেই প্লাটিনাম নেমে আসে এক লাখ ৪০ হাজারে। একদিনে এত পরিমান প্লাটিনাম নেমে যাওয়ায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত স্যালাইন পুশ করা হয়।
সাংবাদিক আল আমিন খান মিঠুকে রাত সাড়ে ১২টার দিকে স্যালাইন পুশ করানো হয়। এসময় সাংবাদিক মিঠু সবার কাছে দোয়া প্রার্থণা করেন মৃদু কন্ঠে তিনি বলেন, ডেঙ্গু জ্বর যেন আল্লাহপাক কারো যেন না দেন। এই জ্বরটি খুবই কষ্টদায়ক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।