সাংবাদিক মান্নানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মানব কল্যাণ পরিষদের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক এম এ মান্নান ভূইয়াকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই গুলি চালিয়ে হামলা করে হত্যার চেষ্টা করার প্রতিবাদে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় মানব কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আইল পাড়ার পাঠাটুলি এলাকায় সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের উৎপাত আশংকাজনক হারে বেড়েছে।  সাংবাদিক এম.এ মান্নান ভূইয়া মাদক দ্রব্য ও যৌন হয়রানী প্রতিরোধে এলাকায় সামাজিক আন্দোলন করায় গত ১৮ আগস্ট রাতে অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই গুলি চালিয়ে হামলা করে।এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মান্নান ভূইয়া সহ তার পরিবার ও আত্মীয়-স্বজনকে হুমকী দিচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি। সেই সাথে মান্নান ভূইয়া ও তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মানব কল্যাণ পরিষদের মহাসচিব সাউদ নূর এ আল-হাসান, প্রচার ও দপ্তর সচিব জিএম মোস্তফা, শিক্ষা বিষয়ক সচিব মোঃ নূর আলম আকন্দ, অর্থ সচিব সাইফুল ইসলাম। সদস্য খলিলুর রহমান, শওকত আলী মোহন, জসীম উদ্দিন, মাসুদ কাজী, মোঃ জান্নাতুল ফেরদৌস, শ্যামল, ইনতিয়াজ ভূইয়া, মোখলেসুর রহমান তোতা, রফিউদ্দিন বাবু, আক্তার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সমাজকর্মী ও সাংবাদিক এম.এ মান্নান ভূইয়া মাদক দ্রব্য ও যৌন হয়রানী প্রতিরোধে এলাকায় সামাজিক আন্দোলন করায় গত ১৮ আগস্ট রাতে অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই গুলি চালিয়ে হামলা করে। এ হামলায় তিনি গুলিবিদ্ধ ও ছুড়িকাঘাত হলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রপচার করে অতপর আবার নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত