নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের বড় ছেলে অনন্ত শাহ্ এর উপর কিশোর গ্যাংয়ের হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতারকৃত হওয়া তিন কিশোরের জামিন মঞ্জুর করেছে আদালত।
১২ই এপ্রিল মঙ্গলবার জেলা নারী ও শিশু আদালতের বিচারকের আদালতে অনন্ত এর উপর ছুরিকাঘাত এর ঘটনায় আসামী গোলাম মারুফ জিদান (১৭), মো.সামিউল ইসলাম আবির (১৬) এবং আলিফ আহম্মেদ জিহান (১৭) এর জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে নারী ও শিশু আদালতের বিচারক রাজিয়া সুলতানা এ জামিন মঞ্জুর করেন।
মামলার শুনানীতে অংশ নিয়ে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ঘটনার রাতে কবর জিয়ারত করে সাংবাদিক সবুজের ছেলে বাসায় ফিরছিলো। আসামীরা তাকে ছুরিকাঘাত করে। ফলে তার আঠারোটি সেলাই পড়ে। আসামীরা তাকে অন্ধকারাচ্ছন্ন ঈদগাহ ময়দানের ভেতরে নেয়ার চেষ্টা করে। যদি তাকে ঈদগাহ ময়দানের ভেতরে নিতে পারতো তাহলে তাকে মেরেই ফেলতো। এমন দুর্ধর্ষ আসামীরা জামিন পেতে পারে না।
মামলার আসামী পক্ষের আইনজীবি তরিকুল ইসলাম রাসেল ও এডভোকেট সিমি বলেন, আসামীরা কিশোর অপরাধী। তারা ৯ দিন ধরে আটক রয়েছে। তাদের জামিন দেয়া প্রয়োজন।
মামলায় বাদিপক্ষে আরো ছিলেন গনতান্ত্রিক আইনজীবি ফোরাম নেতা আওলাদ হোসেন, এডভোকেট হুমায়ুন, এডভোকেট খোরশেদ মোল্লা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এডভোকেট জিয়াউল ইসলাম কাজল, এডভোকেট শাজাহান মোল্লা, মোস্তাফিজুর রহমান ফারুক, মোতালেব মোল্লা, আব্দুল লতিফসহ পঁচিশজন আইনজীবি শুনানীতে অংশ নেন।
উল্লেখ্য, এরআগে গত ৩ই এপ্রিল রবিবার রাত পৌনে ১০টার দিকে ফতুল্লা থানাথীন মাসদাইর ঈদগাঁ সংলগ্ন মেলা ফুডের সামনে কিশোর গ্যাংয়ের হামলা ও ছুরিকাঘাতে আহত হয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের বড় ছেলে অনন্ত শাহ। ওই রাতে ও অনন্ত এবং তার কয়েক বন্ধু মিলে মাসদাইর কবরস্থান থেকে আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করে ফেরার সময় কিশোর গ্যাং এর সদস্যরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় আহত অনন্তের পিঠের ক্ষতস্থানে ১৮টি সেলাই দেয়া হয়। আহত অনন্ত শাহ (১৬) নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।