নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নগরীর গলাচিপা নিবাসী আলহাজ মো : খলিলুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ছেলে, নাতি ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ ২৫ অক্টোবর বৃহস্পতিবার বাদ যোহর গলাচিপা জামে মসজিদে খলিলুর রহমান এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।
মো : খলিলুর রহমান ফটো সাংবাদিক পাবেল হকের বাবা। তিনি ২৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাকালীন অবস্থায় লিভার জনিত কারনে মৃত্যু বরন করেছেন।
তাছাড়া এর আগে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয়েছিল। পরবর্তীতে অবস্থা পরিবর্তন ঘটলে চিকিৎসকের পরার্মশে খলিলুর রহমানকে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।