নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দৈনিক জনকণ্ঠের নারায়ণগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার মো. খলিলুর রহমানের পিতা মো. জাহেদ আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বাদ আসর নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকার নিজ বাসভবনে এবং বাদ জুমা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া (পূর্ব) গ্রামে মরহুমের প্রতিষ্ঠিত বেপারীকান্দি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি বার্ধক্যজণিত কারণে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।