নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসারের মাতা ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। বুধবার (২২ মার্চ ) সকাল ৭টায় বাসায় শয্যা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত সাংবাদিক কাউসারের মাতা অসুস্থ ছিলেন। এরআগে ঢাকা এবং নারায়ণগঞ্জের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ বুধবার সকালে তিনি ইহকাল ত্যাগ করেন। মৃত্যুকালে তার ২ সন্তান রয়েছে। এদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কাউসার সবার বড়। মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও সাংবাদিক কাউসার।
এদিকে, সংগঠনটির সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত চেয়ে সকলের দোয়া কামনা করছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন।