নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁয়ে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও সাংবাদিকরা আজ সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।
তারা ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের দাবি জানান। পাশাপাশি সোনারগাঁয়ের সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, “সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।