নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টি ফোর ডটকম’ এর সম্পাদক শাজাহান শামীম ও নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা হয়রানিমূলক মামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংগঠন অধিকার, নারায়ণগঞ্জ ইউনিট’র সমন্বয়ক সাংবাদিক বিল্লাল হোসেন রবিন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি আরো বলেন, সংবাদ পরিবেশনের কারণে ক্ষুব্ধ হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় সদর উপজেলার কুড়ের পাড় এলাকার সায়েম আহমেদ নামে একজন বাদী হয়ে পেশাদার সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার যে প্রদক্ষেপ নিয়েছে তা মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী।
বিবৃতিতে সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের ৬ সাংবাদিকের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে দায়ের করা মামলারগুলোও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
