নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনসহ তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের-এর পক্ষ থেকে সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো লিখিত একটি বৃবিতিতে সংগঠনের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া উল্লেখ্য করেন, মঙ্গলবার লিংকনসহ আরো কয়েকজন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনে সোঁনারগাও এলাকায় যাওয়ার পথে নবীগঞ্জ গুদারাঘাটে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। নেক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন সাংবাদিকের ওপর হামলা গোটা সাংবাদিকের ওপর হামলার সামিল। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরদাবী জানাচ্ছি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে পেশাগত দায়িত্ব পালনে সোনারগাঁ যাওয়ার সময় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ লিংকন, অগ্রবাণী প্রতিদিন পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার ও জনতার কাগজ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিজান। এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীকে আটক করা না গেলেও তাকে পালিয়ে যেতে সহায়তাকারী ও হামলায় ব্যাবহৃত ধারালো অস্ত্র (আলামত নষ্টকারী) নদীতে ফেলে দেয়ার অভিযোগে স্থানীয় এলাকার আবদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।