সহকারী আইনজীবী সমিতি নির্বাচনে ১৩টি পদে দুইটি প্যানেলে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা সহকারী আইনজীবী সমিতি কার্যনির্বাহী পরিষদ (২০১৬-১৭) নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন প্রধান নির্বাচন কমিশন। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে ১৩টি পদ নিয়ে দুইটি প্যানেল থেকে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  এবারে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রশিদের নেতৃত্বে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী আইনজীবী মোঃ সিরাজ মিয়া ও মোঃ আব্দুল মালেক।

নির্বাচনের বিষয় প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রশিদ জানান, এবারের মোট ১৩টি পদে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহন করবে, সেই সুবাধে আমরা পদ অনুসারে মনোনয়ন পত্রের মূল্য নির্ধারন করে দিয়েছি। এর মধ্যে সভাপতি ৬ হাজার, সহ-সভাপতি পদে দুই জন প্রতিটি ৩ হাজার, সাধারন সম্পদক ৬ হাজার, সহ-সম্পাদক পদে দুইজন প্রতিটি ৩ হাজার, কোষাধ্যক্ষ ২ হাজার, প্রচার সম্পদক ২ হাজার, ক্রীড়া সম্পাদক ২ হাজার, কার্যনির্বাহী সদস্য পদে চারজন প্রতিটি ১ হাজার টাকা করে বিক্রি করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহন করার পর নির্দেশ ছিলো আগামী ৩ই মার্চের মধ্যে নির্বাচন সর্ম্পূণ করতে হবে। কিন্তু সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনা করতে হলে এতো অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। তাছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সরকারী ছুটি পরেছে ৫টি। তাই সকল নির্বাচন কমিশনারের সিদ্ধান্তে আমরা ১০ মার্চ নির্বাচনের তারিখ ঘোষনা করেছি। সেই সুবাধে ১৮ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বিক্রি, জমা ২৩, বাছাই ২৪, প্রত্যাহার ২৫, বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ ফেব্রুয়ারী এবং ভোট গ্রহন ১০ই মার্চ নিধারন করা হয়েছে।

মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন হওয়ায় হামিদুর রহমান ও জাহাঙ্গীর আল-মামুন মির্জা পরিষদ এবং শাহাদাত ও তৌহিদ হাছান পরিষদ এই দুটি প্যানেলের মনোনয়ন পত্র আমাদের কাছে জমা পরেছে। তবে স্বতন্ত্র হিসেবে কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়নি। এবারের নারায়ণগঞ্জ জেলা সহকারী আইনজীবী পরিষদের নির্বাচনে সর্বমোট ৩শ” ৬০ জন ভোটার আগামী ১০ই মার্চ সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত