সরকার প্রচেষ্টা চালাচ্ছে যেন নির্বাচন থেকে সরে দাঁড়াই : আকরাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের বাঁধা এবং তারা যাতে নির্বাচন থেকে সরে দাঁড়ায় সরকার সে প্রেচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ এসএম আকরাম। সদর মডেল থানায় এটিএম কামালসহ বিএনপির ১০ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ক্ষোভ ও হতাশা জানিয়ে শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রতিবেদককে একথা বলেন তিনি।

এসএম আকরাম অভিযোগ করে বলেন, সরকার ঐক্যফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখার প্রক্রিয়া শুরু করছে। এর অংশ হিসেবে প্রার্থীদের পক্ষে যারা প্রচারণা, লিফলেট, পোস্টার যারা বিতরণ করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এভাবে প্রার্থীর লোকদের মামলা দিয়ে হয়রানি করে প্রার্থীদেরকে বিব্রত ও বিপদে ফেলানো হচ্ছে। আমরা ব্যক্তিগত এবং দলীয়গত ভাবে আমরা যাতে নির্বাচন থেকে সরে দাঁড়াই সেই প্রক্রিয়াটুকু চলছে বলে আমরা মনে করছি।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, হাজী নরুদ্দিন, মনিরুল ইসলাম সজল, এমএইচ মামুন, সরকার হুমায়ূন কবীর, অহিদুল ইসলাম ছক্কু, কাউন্সিলর খোরশেদ, সম নূরুল ইসলাম, রশু, রোজেল সহ সদর ও ফতুল্লায় ১৬৩ জনকে আসামী ও  ৭৯ জনকে গ্রেফতার করা হয়।

add-content

আরও খবর

পঠিত