নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : গুরুতর অসুস্থ্য আরজু। বয়স তার পঞ্চান্ন। অচেতন অবস্থায় শুয়ে আছে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে। জরুরী বিভাগের চিকিৎসক অমিত দেখতে পেল পালস্ ও পাওয়া যাচ্ছেনা রোগীর। গুরুতর অবস্থা হওয়ায় পরিবারকে পরার্মশ দেয় রোগীকে যেন দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার সময় রাত ১১ টা ৩২ মিনিট। দেখা যাচ্ছিলনা সরকারী হাসপাতালের এম্বুলেন্স। এ সময় এম্বুলেন্স কোথায়? কোথায় সরকারী এম্বুলেন্সের ড্রাইভার দুলাল? অনুসন্ধানে খোজ পাওয়া গেল, এম্বুলেন্স সহ ড্রাইভার দুলালকেও। তবে হাসপাতালে নয়! শহরের প্রেসিডেন্ট রোড এলাকার আরকেটি বেসরকারী স্বাস্থ সেবা কেন্দ্র মেডিপ্লাসের সামনে।
ওই সময় এম্বুলেন্স এখানে কেন এমন প্রশ্নের জবাবে দুলাল জানায়, রোগী আছে তাই। দুলালকে থামিয়ে দিয়ে মেডিপ্লাসের দারোয়ান অকপটে অনেকের উপস্থিতিতে বলেন ডা. নাসিরকে তো এই সময় প্রতিদিন ই নিয়ে ঢাকা যায় দুলাল। নানাভাবে আকার ঈঙ্গিতে দুলাল এই দারোয়ানকে থামানোর চেষ্টা করলেও একটানা বলেই ফেলেন খানপুর হাসপাতালের সাবেক আরপি ডা. নাসির। প্রায় ৫/৭ বছর যাবৎ প্রতিদিন মধ্যরাতে এই গাড়ী নিয়েই ঢাকার মিডফোর্ডে যায়।
এমন ঘটনা আড়াল করতে ড্রাইভার দুলাল নানাভাবে অপচেষ্টার পর প্রতিবেদক দূরে চলে যাবার পর মিটফোর্ড হাসপাতালের সহযোগি অধ্যাপক নাসিরুল ইসলাম এক দৌড়ে মেডিপ্লাস ক্লিনিক থেকে নেমে এম্বুলেন্সে উঠার সময় আবার প্রতিবেদকের মুখোমুখি হয়েই বলতে থাকে, দেখি আমাদের থামায় কেমনে। এই ঘটনাতো এমপি সাহেবও জানে !
এ বিষয়ে তাৎক্ষনিকভাবেই নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. সামছুদ্দোহা সঞ্চয়ের সাথে একাধিকবার এবং বৃহস্পতিবার দুপুরে যোগায়োগ করলেও তিনি ফোন গ্রহণ না করায় কোন বক্তব্য পাওয়া যায় নাই।
নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, আমি তো বিষয়টি জানি না। খোজ খবর নিয়ে দেখি কি করা যায় । হাসপাতালের সাবেক আরপি এবং বর্তমানে মিটফোর্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক নাসিরুল ইসলাম এভাবে সরকারী এম্বুলেন্স ব্যবহার করতে পারে না ব্যক্তিগত কাজে।
নাম প্রকাশ না করার অনুরোধ কয়েকজন অভিযোগ তুলেন, এই চক্রটির স্বার্থে আঘাত লাগলে কি ভয়ংকর হতে পারে তা কেউ জানেন না। ডা. নাসিরুল ইসলামের দুটি ব্যক্তিগত গাড়ী থাকলেও এই গাড়ী ব্যবহার না করে সরকারী এম্বুলেন্স দীর্ঘ দিন যাবৎ ব্যবহার করে যাচ্ছে। যাহারা রোগীর সকালের নাস্তার পাউরুটি, কলা ও সিদ্ধ ডিম চুরি করতে পারে তাদের দ্বারা এম্বুলেন্স ব্যবহার করা স্বাভাবিক বিষয় ।