নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সী রবিবার (২৩ ডিসেম্বর) সকালে নাসিক ১৯ ও ২০নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা করেন।
পথ সভায় কালাম মুন্সি বলেন, নারায়ণগঞ্জের ভোটাররা অনেক সচেতন। তারা জানে দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না, দুই নম্বর দোকানদারের কাছে এক নম্বর মাল পাওয়া যায় না, দুই নম্বর শিক্ষকের কাছে আদর্শ ছাত্র তৈরি হয় না, তেমনি দুই নম্বর নেতার কাছেও ভালো কাজ অর্থাৎ জনগণের কল্যাণ আশা করা যায় না। আমি ভোটারদের কাছে এ বার্তা পৌঁছাতে চাই, যে ব্যক্তির কথা কাজে মিল আছে, জবানের মধ্যে মিথ্যা নেই, এমন নেতাই পারে তার কমিটমেন্ট রক্ষা করতে। যার মুখের মধ্যে মিথ্যা প্রতিশ্রুতি, হাতের মধ্যে জুলুম-অত্যাচারের ছাপ, সে ব্যক্তি কিভাবে মানুষকে নিরাপদ করবে, যুলুমমুক্ত করবে, সন্ত্রাস চোর-ডাকাত মুক্ত করবে, মানুষের অধিকার রক্ষা করবে। এজন্যই আজ সরকারী বরাদ্দের ৭০% টাকাই চুরি হয়।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের দুর্নীতি, দু:শাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত করতে প্রয়োজন সৎ নির্ভিক, আদর্শবান, অল্লাহভীরু নেতা। তবেই সরকারি বরাদ্দের ১০০ ভাগই উন্নয়নের কাজে ব্যয় হবে। প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের সমাজ। আমি বিশ্বাস করি দুর্নীতি, দু:শাসন, সন্ত্রাস, মাদকমুক্ত উন্নত ও সমাজ গড়তে জনগণ আগামী ৩০ ডিসেম্বর হাতপাখায় ভোট প্রদান করে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
এ সময় নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৫ এর আহবায়ক- মুফতি মাসুম বিল্লাহ, গণ সংযোগ সমন্বয়কারী- মোস্তফা তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৯নং ও ২০নং ওয়ার্ড শাখার দায়ীত্বশীল মো. ইব্রাহীম সুজন, মো. আব্দুল কাদির, মো. আসিকুজ্জামান, মাওলানা রাকিব হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।